ব্রাউজারে কালি লিনাক্স ব্যবহার করুন

 

kali linux

ব্রাউজারে কালি লিনাক্স ব্যবহার করুন


কিছু দিন আগে তো Windows 93 ব্যবহার করে আসলাম আজ চলুন কালি লিনাক্স ব্যবহার করে আসি তাও আবার ডাউনলোড করা ছাড়া ব্রাউজারে! চিন্তার কোন কারণ নেই, আপনি কিছু ভুল পড়েন নি! হ্যাঁ, আপনিও কালি লিনাক্স ব্যবহার করতে পারবেন ব্রাউজারে, যদিও কালি লিনাক্স এর সকল features গুলো পাবেন না, তবে কালি লিনাক্স এর টার্মিনাল টা পাবেন। তাহলে চলুন শুরু করা যাক...


1. Go to https://linuxzoo.net/


2. Creat an account- পাশে দেখবেন একটা বক্স আসবে, সেখানে email and password এর নিচে দেখবেন একটা মেনু আছে, সেখান থেকে Register for an account select করবেন।


3. Then একটা পেজ আসবে, ঐ পেজে Click Here-এ ক্লিক করবেন। তারপর একটা ফর্ম আসবে, ফর্মগুলো Fill-Up করে Register-এ ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্ট তৈরি করা শেষ, চলুন এবার কালি লিনাক্স চালিয়ে দেখি।


4. After Creating an account "Join Queue"-এ ক্লিক করুন।


5. Then OS-এর মেনু থেকে Kali 1.0.6 সিলেক্ট করুন। যেহেতু আপানারা নতুন ব্যবহার করছেন তাই "Fresh Linux Install Image"-এ ক্লিক করুন।(পরবর্তীতে ব্যবহার করার সময় "Use Previous Image"-ও সিলেক্ট করতে পারেন। এতে আপনার আগের কাজ সেভ হয়ে থাকবে এবং আপনি তা ব্যবহার করতে পারবেন)


6. "Switch On" বাটনে ক্লিক করুন।

 

7. Form-এর উপরে দেখবেন Boot Progress নামে একটি progress bar আসবে, সেটি complete হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন।


8. Complete হলে ফর্ম থেকে "Connect"-এ ক্লিক করুন। তারপর ঐ ফর্ম থেকে "JavaScript VNC:VNC"-তে ক্লিক করুন।


9. এবার একটা পেজ আসবে যেখানে Username এবং Password দিতে হবে।

এখানে,

Username: root

Password: kali 


The work here is done!(এবার কালি লিনাক্স এর মজা নিন)


বিঃদ্রঃ আমি এখনও মোবাইল ফোন-এ এটি ব্যবহার করে দেখি নি। তাই ঠিক বলতে পারবো না ফোন-এ কাজ করবে কি না। তবে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। যদি কাজ করে তবে কমেন্ট করে জানাবেন...


তো এই ছিল আজকের আয়োজন! আশা করি ভালো লেগেছে! আপনি যদি আগে থেকে এই বিষয়ে না জেনে থাকেন তবে কমেন্ট করে আমাদের জানান! আগে থেকে জানা থাকলেও কমেন্ট করে জানান...

Post a Comment

0 Comments